· অধীনস্থ অফিস, খাদ্য গুদাম পরিদর্শন ও সার্বিক মনিটরিং।
· দুর্যোগ মোকাবেলায় খাদ্যশস্যের আপদকালীন মজুদ গড়ে তোলা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
· বিভাগে অবস্থিত খাদ্য গুদামসমূহের মজুদ ও সরবরাহ সচল রাখা।
· মহানগরীর আওতাধীন ওএমএস, শহর ফেয়ার প্রাইস কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করা।
· বিভাগীয় সড়ক পরিবহন ঠিকাদার নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা। লাইসেন্স প্রদানে সার্বিক সহযোগিতা প্রদানকল্পে লাইসেন্স প্রাপ্তির নিয়মাবলী,
ফি এর পরিমাণ, কাগজপত্রাদির তালিকা এবং নবায়নের ক্ষেত্রে নিয়মাবলী/ফি এর পরিমাণ নোটিশ বোর্ডে উপস্থাপন।
· খাদ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক খাদ্যশস্য সংগ্রহ বিনির্দেশের একটি প্যারামিটার/সংগ্রহের পরিমাণ/ক্রয়মূল্য/ক্রয়কেন্দ্র যথাযথভাবে প্রচার এবং সংগ্রহ কার্যক্রম
বাসত্মবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অধীনস্থ সকল জেলা খাদ্য নিয়ন্ত্রকগণকে নির্দেশনা প্রদান।
· বিভিন্ন মৌসুমে সরকারী সংগ্রহ বাসত্মবায়নের লক্ষ্যে চালকল মালিকদের সঙ্গে চুক্তির তারিখ, চুক্তির সময়, চুক্তির জন্য প্রযোজ্য কাগজ ও দলিল পত্রাদির বিবরণ
অধীনস্থ সকল জেলা খাদ্য নিয়ন্ত্রকগণকে নির্দেশনা প্রদান করা।
· সংগ্রহের স্বার্থে খালি জায়গা সৃষ্টির লক্ষ্যে এবং গুদামের মজুদ ও সুষ্ঠু বিলি-বিতরণ অব্যাহত রাখতে বিভাগের অভ্যন্তরে খাদ্যশস্যের চলাচল সূচী জারী ও
তদারকী করা।
· খাদ্য গুদামে খাদ্যশস্যের মজুদসহ চলাচল সূচী প্রদান ও তদারকি করা।
· খাদ্য মজুদের সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক প্রতিবেদন উর্দ্ধতন দপ্তরে প্রেরণ।
· বিভাগীয় খাদ্য প্রশাসনের সার্বিক কার্যাবলী নিয়ন্ত্রণ করা।
· বিভাগের অভ্যন্তরে কর্মরত ৩য় ও ৪র্থ শেণীর কর্মচারীগণের (নিজ দপ্তরের কর্মচারীদের পেনশনসহ আনুষাঙ্গিক বেতন-ভাতাদি প্রদান) বদলী ও পদায়ন করা।
· সময়ে সময়ে জারীকৃত উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশ প্রতিপালন করা।
· বিভাগের অধীনস্থ অফিসসমূহে সরকার গৃহীত কার্যক্রম বাস্তবায়নে নিবিড় মনিটরিং করা এবং কার্যক্রম বাসত্মবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS